প্রকাশিত: Mon, Feb 13, 2023 2:18 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:29 AM

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

মুরাদ হাসান: প্রত্যক্ষদর্শী  ও স্থানীয় প্রশাসনের বরাতে  স্ব স্ব এলাকার প্রতিনিধিরা তথ্য  পাঠিয়েছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট : জেলা প্রতিনিধি মতলবু হোসেন জানান- ক্ষেতলাল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। মালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার নাফিজ ইসলাম , ইটাখোলা এলাকার শাহনাজ পারভীন ,ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, অটোরিকশাচালক আমজাদ হোসেন ও জয়পুরহাট শহরের শাহিনুর বেগম । 

 কক্সবাজার :  ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইটের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার চান্দেরঘোনা কাটামোরা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজিম  ও  দেলোয়ার হোসেন।

নাটোর: লালপুরে উপজেলার মোহরকয়া এলাকায় বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে ফরহাদ আলী   নামে ওই ট্রাক্টরের সহকারী  নিহত হয়েছেন। একইদিন উপজেলার হাসবাড়িয়া এলাকায় ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে সাম্মাতুল বেগম) নামে এক  গৃহবধূ মারা গেছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকবুল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মানিকগঞ্জ:  হরিরামপুর উপজেলা ইট ভাঙার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও তিনজন আহত  হয়েছেন। উপজেলার কান্ঠাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুর: বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।